ঘর ভর্তি রেশন থেকে আনা আটা , বস্তা বন্দী করে পাচার হচ্ছিলো ভিন জেলায় : বাঁকুড়ার কোতুলপুরে আটক করলো পুলিশ

17th June 2020 11:41 pm বাঁকুড়া
ঘর ভর্তি রেশন থেকে আনা আটা , বস্তা বন্দী করে পাচার হচ্ছিলো ভিন জেলায় :  বাঁকুড়ার কোতুলপুরে আটক করলো পুলিশ


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : রেশনে সরবরাহ করা ২৫ ক্যুইন্ট্যাল আটা বাজেয়াপ্ত করলো পুলিশ। বাঁকুড়ার কোতুলপুরের ঘটনা।  সূত্রের খবর, বুধবার কোতুলপুর নাকা চেকিং এ কর্তব্যরত পুলিশ কর্মীরা  সন্দেহভাজন আটা বোঝাই একটি পিক আপ ভ্যান আটক করেন। ঐ পিক আপ ভ্যানের চালক বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে গোপীনাথপুরের ভালুকা গ্রাম থেকে মাবিয়া গায়েনের বাড়ি থেকে সরাসরি গড়বেতা নিয়ে যাওয়া হচ্ছিল। পরে পুলিশ ও খাদ্য দপ্তরের আধিকারিকরা ঐ ব্যক্তির বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করলে সেখান থেকেও বেশ কিছু রেশনে সরবরাহ করা আটা উদ্ধার হয়। খাদ্য দপ্তরের পক্ষ থেকে এবিষয়ে কোতুলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত পলাতক, পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।

   স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা ঘটনার বিবরণ দিয়ে বলেন, রাজ্য সরকারের রেশন দ্রব্য নিয়ে কোন ধরণের কালোবাজারি বরদাস্ত করা হবেনা বলেই জানান। একই সঙ্গে খাদ্য দপ্তর ও পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, এই ঘটনায় যারা যুক্ত প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।